উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে ২১৫ পিস ইয়াবা উদ্ধার। গ্রেফতার এক যুবক। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা-সহ এক যুবককে আটক করেছে। রবিবার রাতে মো. রোমান (১৯) নামে ওই যুবককে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের এসআই সরলকুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া উপজেলার শালনগর কাঠালতলা বাজারে অভিযান চালায়। ওই সময় মো.রোমানের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত রোমান লোহাগড়া উপজেলার শালনগর গ্রামেরই বাসিন্দা।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হয়।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত