কোচবিহার: রাজ্য সরকার জমি না দেওয়ায় রেলের জমিতে তৈরি হচ্ছে বিশ্বমানের স্পোর্টস হাব আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মাস কয়েক আগেই কোচবিহারের সাংবাদিক বৈঠক করে বিশ্বমানের স্পোর্টস হাব তৈরি করা হবে কোচবিহারে এমনটা জানিয়েছিলেন দেশের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। ওই সাংবাদিক বৈঠকে তিনি রাজ্যের কাছে জমা দেওয়ার জন্য আবেদন করেন এবং তিনি বলেন রাজ্য সরকার যদি জমি দেয় তাহলে সেই স্পোর্টস হাব গড়ে তোলার ক্ষেত্রে আরও সুবিধা হবে। দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও রাজ্য সরকার জমি না দেওয়ায় এবার কেন্দ্রীয় সরকারের জমিতেই হচ্ছে স্পোর্টস হাব। জানা গেছে, নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের জমিতে তৈরি করা হবে এই স্পোর্টস হাব। দ্রুত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের মধ্যে মউ স্বাক্ষরিত হবে। তবে শহর থেকে অনেকটা দূরে এই স্পোর্টস হাব তৈরি হওয়ায় কিছুটা হলেও ক্রীড়াপ্রেমী মানুষদের সমস্যায় পড়তে হবে এমনটাই বলছেন তারা। তবে রাজ্য সরকার জমি না দেওয়ায় কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির নেতৃত্ব বলেন, কোচবিহারবাসীর জন্য যখন কেন্দ্রীয় সরকার চিন্তা করছে তখন রাজ্য সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা শুধু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে নিজেদের নামে চালাতে ব্যস্ত। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলা হয়েছে, সরকার জমি দেবে কিনা সেটা সরকারের নিজস্ব ব্যাপার এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো মন্তব্য না করাই ভালো। তবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যে জুমলা বাজ বারংবার প্রমাণিত হয়েছে। কথা দিয়ে কথা রাখতে পারে না এবারও কোচবিহারে মানুষের কথা দিয়েছে কিন্তু কথা রাখতে পারবে না এমনটাই বলছেন তারা। তবে তৃণমূল - বিজেপির রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে আদৌ কী কোচবিহারে তৈরি হবে বিশ্বমানের স্পোর্টস হাব সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত