উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের শালনগর ইউনিয়নের ঝাউডাংগা গ্রামের চায়ের দোকানি খোকন শেখ (৪৫)কে মুক্তিপণের দাবিতে অপহরণ করে মারধর করা হয়। পরে পুলিশি তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি গত ১৬ এপ্রিলের। বাতাসী বাজারের সায়েমের স-মিল থেকে মাকড়াইল গ্রামের শামীম ফকিরের নেতৃত্বে জনা সাতেক খোকনকে চোখ বেঁধে মোটরসাইকেলে করে মাকড়াইলের গুচ্ছ গ্রামে আটকে রাখে। ৩০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে খোকনের বাড়িতে ফোন করে পারশালনগর গ্রামের মুসা। অভিযোগ চায়ের দোকানদার খোকন শেখকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে অপহরণকারীরা।
স্বামীর অপহরণের খবর শানো মাত্রই খোকনের স্ত্রী স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। পরে পুলিশের সহোযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করানো হয়। বর্তমান খোকন চিকিৎসাধীন।
শামীম ফকিরের সঙ্গে কথা হলে তিনি জানান, খোকনের ছেলে মোটরসাইকেল চুরির ঘটনার জড়িত। সেই কারণেই খোকনকে ধরে নিয়ে যাওয়ার হয়েছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে।
এবিষয়ে শালনগর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এএসআই কামরুল ইসলাম বলেন, খোকন শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোককের পরিবারের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলেই পুলিশ আইনগতভাবে সমস্ত ব্যবস্থাগ্রহণ করবে।