সপ্তর্ষি সিংহ: বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধিক সম্পদদের সঙ্গে প্রকাশ্য পরিচিতি ও স্বীকৃতি দানের জন্য শহরের এক হোটেলে অনুষ্ঠিত হল অ্যাডামাস ইউনিভার্সিটির সাংবাদিক বৈঠক।
এই বৈঠকে তুলে ধরা হয় অ্যাডামাসের মানব তথা বৌদ্ধিক সম্পদদের পরিচয়, যাঁরা এই বিশ্ববিদ্যালয়ের হাজার-হাজার পড়ুয়ার ভবিষ্যত গড়ে তোলার মূল কাণ্ডারি। পড়ুয়াদের সঠিক পথের দিশা দেখিয়ে তাঁদের সমাজের প্রতি অবদান রাখার ক্ষেত্রেও এই মানব সম্পদদের ভূমিকা অনস্বীকার্য।
ক্রীড়াজগতেও অ্যাডামাসের সাফল্য নজরকাড়া। চলতি বছরের খেলো ইন্ডিয়ায় ৯৩ জন অংশগ্রহণকারী নিয়ে সারা দেশের মধ্যে তালিকায় ১৮ নম্বরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়।
দেশজুড়ে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর অ্যাডামাসের পরিকল্পনায় রয়েছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও দুবাইতে পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা শুরু করার বিষয়টিও।
কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পূর্ব ভারতে প্রথম ই-যুব সেন্টার এবং স্টেম সেল রিসার্চ সেন্টার শুরু করার সাফল্যও রয়েছে অ্যাডামাসের।
এদিন অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর সমিত রায় বলেন, 'এই অধ্যাপক ও শিক্ষাকর্মীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সম্পদ। তাঁরা কেবল অ্যাডামাসের মানোন্নয়নের দিকেই নজর দেন না বরং সমাজের প্রতি তাঁদের অবদানও অত্যন্ত উল্লেখযোগ্য। তাই আমরা মনে করি, এই ব্যক্তিত্বদের যথাযথ স্বীকৃতিলাভ ভীষণভাবে প্রয়োজন, যেহেতু অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মূল বৌদ্ধিক সম্পত্তি এঁরাই,এবং যাঁদের ছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অসম্পূর্ণ।'
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত