মালদাঃ ব্যবসায়ীদের বাটখারা নবীকরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠল জেলা মেট্রলজিক্যাল দফতরের অধীনস্থ ঠিকাদারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে এলাকার ব্যবসায়ীরা এক জোট হয়ে ওই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর সমিতির সভা গৃহের জেলা মেট্রলজিক্যাল দফতরের অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থা এলাকার বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহৃত হওয়া বাটখারা যন্ত্র নবীকরণ কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সরকার নির্ধারিত মূল্যের বাইরে তারা অতিরিক্ত টাকা দাবি করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে। এরপরই ব্যবসায়ীদের সঙ্গে গন্ডগোল হয়ে যায় ওই সংস্থার কর্মীদের। কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী মহল। গন্ডগোলের জন্য ব্যাহত হয়ে যায় বাটখারা যন্ত্র নবীকরণের কাজ।
স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ী রাজেশ সারাফ জানান আজকে এখানে বিভিন্ন ব্যবসার কাজে যুক্ত ওজন যন্ত্রগুলির নবীকরণ এর কাজ চলছে। কিন্তু আমরা দেখতে পাই সরকার নির্ধারিত আড়াইশো টাকার বাইরে অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে। কিন্তু সে ক্ষেত্রে ওই যন্ত্রে কোন সার্টিফিকেশন করা হচ্ছে না।আমরা সেখানে গেলে দেখতে পাই ওই দফতরের কোন ইন্সপেক্টর ওখানে উপস্থিত নেই। সংশ্লিষ্ঠ কর্মীদের সঙ্গে কথা বলে ওরা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। আমরা জেলায় এই নিয়ে ওই দফতরের অধিকর্তার সঙ্গে কথা বলেছি। উনারা আমাদের কালকে সময় দিয়েছেন। সমস্যার সমাধান না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে।
দফতরের কর্মী সুজয় ঘোষ জানান সরকার নির্ধারিত চার্জের বাইরে মেরামত বাবদ কিছু টাকা নেওয়া হচ্ছে। তার জন্য মেশিন মেরামত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত