নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর : মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়াল ব্যারকপুর প্রশাসনিক ভবন চত্বরে। গুলি চলবার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ তা মানতে চায়নি। এদিন বেলা দুটো নাগাদ প্রশাসনিক ভবনের সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের তীব্র বচসা বাধে। স্লোগান, আর পাল্টা স্লোগানের মধ্যেই দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পুলিশ লাঠিচার্জ করে তপ্ত পরিস্তিতির সামাল দেয়। জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। এরপর বেলা তিনটের সময় বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় মনোনয়নপত্র জমা দাখিল করে বাইরে বেরোতেই তৃণমূলের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি তাকে ধাক্কা মারার অভিযোগও উঠেছে। শুভ্রাংশু রেগে গিয়ে পাল্টা তেড়ে যাওয়ার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা সামাল দিয়ে কোনওক্রমে শুভ্রাংশুকে গাড়িতে তুলে দেয়। শুভ্রাংশুর গাড়ি লক্ষ্য করে তৃণমূলীরা ইঁটবৃষ্টি করে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, দুপক্ষের মধ্যে ঝামেলার সময় গুলিও চলে। প্রশাসনিক ভবনের গেটের সামনে থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উত্তেজনা সামাল দিতে পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। পুলিশ কমিশনার অজয় নন্দা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হাজির হন। অজয় নন্দা বলেন, মনোনয়নপত্র জমাকে ঘিরে বেশি সমর্থকদের জমায়েত হয়। আর তা থেকেই উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশ সেই জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। যারা এই ঘটনায় জড়িত, তাদের খোঁজ করা হচ্ছে। এই ঘটনায় চার-পাঁচজনকে আটক করা হয়েছে। যদিও গুলি চলবার বিষয় তিনি মানতে চাননি।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত