নিজস্ব প্রতিনিধি : হুগলি ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সার্বিক সহযোগিতায় কোন্নগরের মহাদেশ পরিষদ ইন্ডোর হল ও নবগ্ৰামের শ্রীশ্রী সারদামনি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্য সাব জুনিয়র ও জুনিয়র রাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বালক ও বালিকাদের অনূর্ধ্ব 19,অনূর্ধ্ব 17,অনূর্ধ্ব 15,অনূর্ধ্ব 13 বয়সভিত্তিক বিভাগের আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় দ্বি-মুকুট জয় করে খবরের শিরোনামে জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন দলের নিয়মিত সদস্য সল্টলেকের ছেলে অঙ্কিত মন্ডল। বালক বিভাগের অনূর্ধ্ব 17 ইভেন্টের ফাইনালে অঙ্কিত টানটান লড়াইয়ের পর 21-17,19-21,21-12 ফলে পরাজিত করে অস্মিত আগরওয়ালকে। তবে অনূর্ধ্ব 19 সিঙ্গলস ইভেন্টের খেতাব জয় করতে বিশেষ বেগ পেতে হয়নি
পুল্লেলা গোপীচাঁদ একাডেমীর ছাত্র অঙ্কিতকে, আদিত্য মন্ডল কে 21-16,21-7 ফলে পরাজিত করে সে। গোপীচাঁদ একাডেমীর পাশাপাশি কলকাতায় থাকলে অরূপ বৈদ্যের তত্ত্বাবধানে অনুশীলন করে বঙ্গ ব্যাডমিন্টনের নয়া তারকা মুখ।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত