অঞ্জনা সরকার নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর মা অদিতি সিং। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭। বেশ কয়েক দিন ধরেই তিনি ওই বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন, সঙ্গে একমো সাপোর্টও ছিল। সেই সময় তিনি করোনা আক্রান্ত হন। তবে চিকিৎসার পর তিনি করোনা মুক্ত হন। কিন্তু পরে কিডনির অবস্থা খারাপ থাকায় ডায়ালিসিসও শুরু হয়। কিন্তু ধীরে ধীরে অদিতিদেবীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একে একে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। এরই মাঝে ব্রেন স্ট্রোক হয়। বুধবার রাত ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। আজ সকালে মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
তাঁর মাকে চিকিৎসার জন্য প্রথমে জিয়াগঞ্জ থেকে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতায় নিয়ে আসা হয়। এ নেগেটিভ রক্তের প্রয়োজন হয়৷ সেই রক্ত পাওয়ার পর কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন অদিতিদেবী। এরপর ম্যাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। অরিজিৎ সিং নিজেও করোনা আক্রান্ত। তবে মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিৎ সিং-সহ গোটা পরিবার।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত