প্রতিবেদন : দিল্লির গোকুলপুরীতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৬০টি ঝুপড়ি। ঝলসে মৃত্যু হয়েছে ৭ জনের। এদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য ছিলেন। গতকাল রাতে ওই এলাকায় আগুন লাগে। দমকলের ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি সাতজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, "পুরো বিষয়টির একটি বিচার বিভাগীয় তদন্ত করা উচিত এবং অবিলম্বে আত্মীয়দের জন্য ১ কোটি টাকা সহায়তা ঘোষণা করা উচিত।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি অগ্নিকাণ্ডে নিহতদের সঙ্গে দেখা করবেন। দিল্লি ফায়ার ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, "আমরা ৭টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছি যাদেরকে চেনা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে এরা ঘুমাচ্ছিলেন এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় পালাতে পারেনি। ৬০টির মতো ঝুপড়িও সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত