নিজস্ব প্রতিনিধি: দেশের প্রথম মহিলা হিসেবে IKMF Kettlebell World Championship 2021 এ সোনা এনে দিয়েছেন দেশকে। ২৬ থেকে ২৮ নভেম্বর ফ্রান্সে Kettlebell ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২১ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জোড়া শোনার অধিকারিনি হলেন শিবানী আগারওয়াল।
তিনি প্রথম দিন ৩০ মিনিট হাফ স্ন্যাচ হাফ ম্যারাথন ইভেন্ট পূর্ণ করেন। ১৬ কেজি কেটলবেল কোনরকম বিঘ্ন ছাড়াই ৩০ মিনিট উত্তোলন করেন।
দ্বিতীয় দিনে পাঁচবার ভার উত্তোলন করলেন Pentathlon Event. ৯৮৮.২৫ পয়েন্ট অর্জন করে তার দ্বিতীয় সোনাটি আসে এই চ্যাম্পিয়নশিপ থেকে।
সারা বিশ্ব থেকে ১৬ টি দেশ থেকে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
২০১৮ ও ২০১৯ সালের চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক নিয়ে আসেন ।
চাটার্ড একাউন্টেন্ট হিসেবে কর্মরতা এই ৩৯ বছরের প্রতিযোগিনী একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন।
এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নিজেই এ কথা জানান সঙ্গে ছিলেন তার কোচ অর্ণব সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন অনিল কুমার সাহ, এস এম গুপ্তা, বিনা দেবী গুপ্তা।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত