নিজস্ব প্রতিবেদন : শীর্ষস্থানীয় সর্বজনীন ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম - বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বিপিএস বৃদ্ধি করল। এই পরিবর্তিত সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং ৬ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হবে ৷ এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য ৷ এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।
মেয়াদ- নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার* I *সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার*
৭ দিন থেকে ১৪ দিন ৩.০০ % ৩.৭৫ %
১৫ দিন থেকে ৩০ দিন ৩.০০ % ৩.৭৫ %
৩১ দিন থেকে দুই মাসের কম সময়কাল ৩.৫০ % ৪.২৫ %
দুই মাস থেকে তিন মাসের কম সময়কাল ৪.৫০ % ৫.২৫ %
তিন মাস থেকে ছয় মাসের কম সময়কাল ৪.৫০ % ৫.২৫ %
ছয় মাস থেকে এক বছরের কম সময়কাল ৪.৫০ % ৫.২৫ %
এক বছর থেকে ৫৯৯ দিন ৭.২৫ % ৭.৭৫ %
৬০০ দিন ৮.০০ % ৮.৫০ %
৬০১ দিন থেকে দুই বছরের কম সময়কাল ৭.২৫ % ৭.৭৫ %
দুই বছর থেকে তিন বছরের কম সময়কাল ৭.২৫ % ৭.৭৫ %
তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়কাল ৭.২৫ % ৭.৭৫ %
পাঁচ বছর থেকে দশ বছর অবধি ৫.৮৫ % ৬.৬০ %
বন্ধন ব্যাঙ্কের গ্রাহকগণ রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা ঝামেলামুক্তভাবে কয়েক মিনিটের মধ্যেই এফডি বুক করতে পারবেন।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত