নিজস্ব প্রতিবেদন: একদিকে covid-19 এর সঙ্কট, অন্য দিকে ইয়াস ঝড়ের তাণ্ডব l বাংলার সুন্দরবন ও দিঘা উপকূলের গ্রাম গুলি প্রায় বিধ্বস্ত l গ্রামের মানুষদের জমি জায়গা, ঘর বাড়ি, গবাদি পশু, হাঁস মুরগি, প্রায় সবই সমুদ্রের জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেছে l কাছে নেই আহারের জন্যে সামান্য সামগ্রীও l
করোনা মহামারীতে আগেই জীবনধারণ কঠিন হয়ে উঠেছিলো l রুটি রুজির অভাবে অধিকাংশ পরিবারের পরিস্থিতি ইতিমধ্যেই খুব করুন l বেশিরভাগ মানুষই চাষাবাদ নির্ভর l নোনা জল ঢুকে চাষের জমির মারাত্মক ক্ষয় ক্ষতি হয়েছে এবং কবে আবার চাষের জমি স্বাভাবিক হবে তার এখনই কোনও ঠিক নেই l
এই অবস্থায় সরকারি ত্রাণ-এর পাশাপাশি এগিয়ে এসেছে বহু বেসরকারি সংস্থা ও এনজিও l
বন্ধন যেভাবে covid-19 মোকাবিলায় অক্লান্ত কাজ করে যাচ্ছে, সেভাবেই এগিয়ে এসেছে এই ত্রাণ -এর কাজেও l
সুন্দরবন এলাকার বাসন্তী ব্লক , পূর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়া ও তালগাছাড়ি গ্রামে আপাতত চলছে এই সাহায্যের কাজ l মোট তিন হাজার পরিবারকে এখনও পর্যন্ত নিত্য প্রয়োজনীয় আহার সামগ্রী বিতরন করা হয়েছে l আরো কিছু সংযুক্ত এলাকায় রেশন ও দরকারী জিনিষপত্র বিতরন করার পরিকল্পনা রয়েছে l
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত