বাঁকুড়াঃ আইসি-কে প্রকাশ্যে 'উলঙ্গ' করার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক জীবন চক্রবর্ত্তী। বৃহস্পতিবার ছাতনার জীবনপুর মোড়ে স্থানীয় একটি পুকর খনন কেন্দ্র করে 'দূর্ণীতি'র অভিযোগ তুলে জীবন চক্রবর্ত্তীর নেতৃত্বে পথ অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা। ঐ অবরোধ তুলতে গেলে অবরোধকারী বিজেপি কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় পুলিশের। ঐ সময়ই ছাতনা থানার আই.সি আশীষ জৈনকে বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী প্রকাশ্যে পোষাক খুলে 'ন্যাংটো' করার হুমকি দেন বলে অভিযোগ। আর এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, ছাতনার বাঁকাপাড়া গ্রামে একটি পুকুর খননকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। জনৈক ঠিকাদারকে দিয়ে প্রায় দেড় কোটি টাকা দিয়ে ঐ পুকুর খনন হচ্ছে। আর ঐ পুকুর খননে 'দূর্ণীতি'র অভিযোগ তুলে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় দুবরাজপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী ঐ হুমকি দেন বলে অভিযোগ। এর পরেই বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী সহ তিন জনকে পুলিশ আটক করে।
এই অভিযোগের সাফাই দিতে গিয়ে 'বিতর্কিত' বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী। আইসি দূর্ণীতিতে যুক্ত বলে তিনি দাবি করেন।
জীবন চক্রবর্ত্তীর পাশে দাঁড়াতে রাজী নয় বিজেপি। দলের জেলা কমিটির সদস্য অশোক বিদের দাবি 'উনি দলের কেউ নন। ওখানে এদিন বিজেপির কোন কর্মসূচী ছিলনা বলে তিনি দাবি করেন।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও এবিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত