মালদা: ড্রাগসের নেশায় বাধা পেয়ে আত্মঘাতী হলেন এক যুবক৷ এমনটাই জানালেন আত্মঘাতী যুবকের কাকা মৃণ্ময় পাল।মৃত ওই যুবকের নাম তমাল পাল (২৪)৷ বাড়ি মালদহের চাঁচলের পোদ্দার পাড়া এলাকায়৷পরিবার সূত্রে জানা যায়,শনিবার সকালে বাড়িতে আত্মঘাতী হয় যুবক।আরোও জানা যায়, বেশ কিছুদিন ধরে ড্রাগের নেশায় আসক্ত ছিলেন তিনি৷ নেশার জন্য প্রায় প্রতিদিন মায়ের কাছে টাকা চাইতেন৷প্রথমদিকে মা বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন, তাঁর ছেলে ড্রাগের নেশায় আসক্ত৷ এরপরেই পরিবারের লোকজন নেশার রাস্তা থেকে তমালকে সরিয়ে আনার চেষ্টা করেন৷ তমালকে ঘরেই আটকে রাখতে শুরু করেন তাঁরা৷ এদিকে নির্দিষ্ট সময়ে ড্রাগস না পেয়ে উত্তেজিত হয়ে উঠতেন তমাল৷ শেষ পর্যন্ত শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি৷ বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে৷ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ তমালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত