উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বকুলতলা : পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই সীমানার বাজার থেকে ধৃত দুই দূস্কৃতিকে বুধবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। গোপন সূএে খবর পেয়ে মঙ্গলবার রাতে বকুলতলা থানার ওসি তাপস মন্ডলের নির্দেশে এস আই জয়দেব দাস সহ তার পুলিশ টিমের হাতে বকুলতলা থানার সীমানার বাজার মোড় থেকে ডাকাতির আগেই গ্রেফতার করা হয় দুই দূস্কৃতিকে।ধৃত দুজন হল তারক সরদার,বাড়ি কুলতলি থানার পৃচাখালি এলাকায় ও ফারুক সিপাহি, বাড়ি রায়দীঘি থানার উওর কনকনদীঘি এলাকায়।ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় বকুলতলা থানার পুলিশ।অন্যদিকে ডাকাতির আগেই মনিরতট থেকে ধৃত এক দূস্কৃতিকে বুধবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।মঙ্গলবার রাতে বকুলতলা থানার পুলিশ ডিউটিরত অবস্থায় মনিরতট এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ জনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার করে বকুলতলা থানায় নিয়ে যায়।ধৃতের নাম আলি হোসেন মোল্লা, বাড়ি বকুলতলা থানার মনিরতট এলাকায়। ধৃতদের বুধবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
অন্যদিকে মঙ্গলবার রাতে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জীর নির্দেশে এসআই দিগন্ত মন্ডল ও তার পুলিশ টিমের তৎপরতায় জয়নগর থানার গোচরনের বেলিয়াচন্ডী মোড় এলাকা থেকে ৬ জন দূস্কৃতিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো সেখ রফিকুল,বাড়ি মহেশতলা থানার সন্তোষপুর এলাকায়, নুরজামান মোল্লা,বাড়ি বকুলতলা থানার মহিষগোট এলাকায়, রফিকুল লস্কর,বাড়ি মগরাহাট থানার মামুদপুর এলাকায়, তাজুদ্দিন গাজী, বাড়ি ক্যানিং থানার ট্যাংরাখালি এলাকায়, মিজানুর সরদার, বাড়ি ক্যানিং থানার সুনধরা এলাকায় ও ইসরাফিল খান, বাড়ি বারুইপুর থানার পূর্ব পাঁচগাছিয়া এলাকায়।ধৃতদের কাছ থেকে রড,হাসুদা সহ একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত