নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের শেষদিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে ১৭৯ জন বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল 'বাংলার নারী স্বাধীনতা সংগ্রামী :জীবনপঞ্জি' গ্রন্থটি। গ্রন্থটি লিখেছেন ড: বাপন কুমার মাইতি ও রাজ্যশ্রী রায় মাইতি। গ্রন্থটির উদ্বোধক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য অধ্যাপক ড: সিদ্ধার্থ দত্ত এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড: সব্যসাচী চট্টোপাধ্যায় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.সুদীপ রঞ্জন হাটুয়া । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মুখ্য গ্রন্থাগারিক ড: অসিতাভ দাস।
সিদ্ধার্থবাবু গ্রন্থটির প্রসঙ্গে বলেন, 'ইতিহাস সবসময় হবে তথ্য নির্ভর। অর্থাৎ তথ্য ছাড়া ইতিহাস হয় না। সেই দিক থেকে বাংলার নারী স্বাধীনতা সংগ্রামী জীবনপঞ্জি গ্রন্থটি সম্পূর্ণ ভাবে তথ্য নির্ভর।' তিনি আরও বলেন, 'গ্রন্থটিতে ১৭৯ জন বাংলার নারীর জীবনী ছাড়াও রয়েছে ৪৮ জন শহীদের তালিকা।' এছাড়াও এদিন তিনি এই ৪৮ জন শহীদদের নিয়ে ভবিষ্যতে একটি আলাদা কাজ করার কথাও জানান।
পাশাপাশি সব্যসাচীবাবু বেশ কিছু নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা বলতে গিয়ে বলেন, 'দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব। কিন্তু খুব কম দেশবাসী এইসব নারী স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা জানেন।' অন্যদিকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ রঞ্জন হাটুয়া বলেন, 'গ্রন্থটি বিশেষভাবে গবেষক পাঠকদের কাজে লাগবে।' ড. অসিতাভ দাস পাঠ্য পুস্তকের পাশাপাশি এই ধরণের অর্থাৎ রেফারেন্স বই লেখার ওপর বেশি জোর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশগৌরব পাঠাগারের গ্রন্থাগারিক শ্রীমতি মধুমিতা ভট্টাচাৰ্য্য। গ্রন্থটি ইতিমধ্যেই প্রভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত