নিজস্ব প্রতিনিধি: গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রাচীনতম টেবিল টেনিস সংস্থা বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৯৩৪ সালে পথ চলা শুরু হয় বিটিটিএর। দীর্ঘ আট দশকের যাত্রাপথে একাধিক নামী দামী খেলোয়াড় উঠে এসেছে রাজ্য থেকে আন্তজার্তিক পর্যায়ে।
'ওয়ান স্টেট, ওয়ান ইউনিট' নীতিতে বাংলার তিনটি টেবিল টেনিস সংস্থা সংযুক্ত হয়ে গঠিত হয়েছে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। ফলে 2021 সাল থেকে ক্রীড়ামূলক সমস্ত কার্যকলাপ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে বিটিটিএ। রবিবাসরীয় দুপুরে বর্তমান কর্মকর্তাদের উদ্যোগে নবীন -প্রবীন খেলোয়াড়দের হাতে
সম্মানিক অর্থমূল্য তুলে দেওয়া হয় । দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, চন্দননগর, মধ্য কলকাতা সহ দশটি ইউনিটের 45 জন খেলোয়াড়কে মোট 1,67,120 টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও যাদের হাত ধরে সর্বভারতীয় পর্যায়ে বাংলার এতো সুখ্যাতি সেই জনপ্রিয় প্রশিক্ষক শ্যামল দত্ত, পার্থ প্রতিম দত্ত, প্রদীপ দত্ত,উজ্জ্বল সামন্ত কে বিশেষ ভাবে সম্বর্ধনা জানানো হয় সংস্থার তরফে। পাশাপাশি সাতজন
টেকনিক্যাল অফিসিয়াল,
নয়জন রাজ্য এবং ছয়জন জেলা ভিত্তিক সংগঠককে
সম্বর্ধনা দেওয়া হয়। বিশেষ সম্মান প্রাপক হিসেবে উপস্থিত ছিলেন অতীতকালের খ্যাতনামা টেবিল টেনিস খেলোয়াড় তরুন মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক এস্যোসিয়েশনের সম্পাদক জহর দাস, বিটিটিএর সম্পাদক সুব্রত দে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত