সৌম্যজিৎ কর : নিউ নর্ম্যালে
অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল আন্তজার্তিক ই-ক্যারাটে প্রতিযোগিতা। চু জিন ক্যারাটে ইন্টারন্যাশনাল - ইন্ডিয়ার উদ্যোগে এবং সোবুকাই ক্যারাটে-ডু ওয়েস্ট বেঙ্গল ওওয়েস্টবেঙ্গল গোজু-রিউ ক্যারাটের সহযোগীতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা,বৎসোয়ানা,জিম্বাবোয়ে, নেপাল, ভূটান, স্পেন, আর্জেন্টিনা, বাংলাদেশ সহ 12 টি দেশ থেকে প্রায় নয়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। 27 ও 28 সেপ্টেম্বর দুই দিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার পদক তালিকার শীর্ষে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ওয়েস্টবেঙ্গল গোজু-রিউ ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা নয়টি সোনা,নয়টি রুপো ও আটটি ব্রোঞ্জ পদক জয় করে। প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন ওয়েস্ট বেঙ্গল গোজু-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশন সম্পাদক শুভেন্দু রায়।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত