নিজস্ব প্রতিনিধি: আগামী ভবিষ্যতকে পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যকর করে তোলার জন্য যে জাতীয় প্রতিশ্রুতি রয়েছে তা লক্ষ্যে এবং জাতিসংঘের ক্রমবর্ধমান উন্নয়নের লক্ষ্যমাত্রা। সম্প্রতি ‘YiPPee! বেটার ওয়ার্ল্ড ট্র্যাশ-টু-ট্রেজার’ প্রোগ্রাম চালু করেছে। যার মূল লক্ষ্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা। এই প্রোগ্রামটি ব্র্যান্ডের মিশন তথা এক নতুন বিশ্ব গড়ার মনোভাবের সঙ্গেও বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ। Sunfeast YiPPee! ওয়ে ফর লাইফ নামে একটি সমাজসেবী সংগঠন পার্টনারের সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনটি পরিচালনা করছে।
YiPPee!-এর দ্বারা পরিচালিত এই উদ্যোগটি মূলত প্লাস্টিক বর্জ্য, পরিবেশের উপরে এর প্রভাব, এবং এর ব্যবহার কমানোর বা পুনর্ব্যবহার করার কৌশলগুলি সম্পর্কে বিদ্যালয়গুলিতে অন-গ্রাউন্ড কর্মসূচির মাধ্যমে ১০০-রও বেশি শহরের প্রায় ৩৫ লক্ষ শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন আনার জন্য নকশা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বাড়ির প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে স্কুলের নির্ধারিত সংগ্রহস্থলে জমা দিতেও উৎসাহিত করা হচ্ছে। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য একত্রিত হওয়ার পরে সেই প্লাস্টিককে রিসাইকেল করে ১০০০টি বেঞ্চ এবং ডেস্ক তৈরি করা হবে। যা পরবর্তী সময়ে বিভিন্ন পরিকাঠামোহীন স্কুলগুলিতে ব্যবহার করা হবে।
এখনও পর্যন্ত, ব্যাঙ্গালোরের বিভিন্ন স্কুলে ৮০টিরও বেশি রিসাইকেল করা বেঞ্চ ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসের শেষের দিকে এই কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগ প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীমতি কবিতা চতুর্বেদী, চিফ অপারেটিং অফিসার - স্ন্যাকস, নুডলস অ্যান্ড পাস্তা, ITC ফুড ডিভিশন জানান, “পরিবেশত দায়িত্বভার পালনের নেপথ্যে বিভিন্ন বহুমাত্রিক উদ্যোগ এবং বৃহৎ আকারে জীবিকা নির্বাহে সহায়তার মাধ্যমে সাসটেইনিবিলিটির ক্ষেত্রে ইতিমধ্যেই বিশ্বের কাছে উদাহরণ তৈরি করেছে আইটিসি।"
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত