নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : তৃণমূল ছাত্র নেতার বাড়িতে ভাঙচুর করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো ঘোলা থানার পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মাড়োয়ারি বাগান এলাকায়। অভিযোগ, মঙ্গলবার ভোর রাতের দিকে বাইকে চেপে দশজনের দল হানা দেয় শাসকদলের ছাত্র নেতা অরিন্দম সরকারের বাড়িতে। ওরা তাকে ঘর থেকে বাইরে বেরোনোর কথা বলেন। কিন্তু ভয়ে তিনি বাইরে বেরোয়নি। অরিন্দমের অভিযোগ, জানলা ধাক্কাধাক্কি করে ভেঙে দেয় এবং টালি দিয়ে বাইক ভাঙচুর করে। এমনকি আগন্তুকরা প্রাণনাশের হুমকিও দিয়ে যায়। অরিন্দমের দাবি, তার কোনও শত্রু নেই। কি কারনে এই ঘটনা, তা জানি না। তবে ঘটনার পর থেকে আতঙ্কে অরিন্দমের পরিবার। স্থানীয় বিদায়ী পুরপিতা সুভাষ চক্রবর্তী বলেন, প্রশাসনের বলা হয়েছে ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে পাকড়াও করতে। যদিও এই ঘটনাকে ঘিরে মাড়োয়ারি বাগান এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত