মালদা: ফের বিপর্যস্ত রেল যোগাযোগ ব্যবস্থা। ফলে বিপাকে পড়েছেন রেল যাত্রীরা। এর জেরে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের মধ্যে একপ্রকার স্তব্ধ হতে হবে যোগাযোগ। রেল সূত্রে খবর, আগামী ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত রেল সংস্কারের কাজ চলবে। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম ও মগরা স্টেশন এলাকায় রেললাইনের সংস্কারের কাজ শুরু হতে চলেছে। প্রায় ৪৩ টি ট্রেনের রুট বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৫টি লোকাল ট্রেন। এর মধ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গ গামী ট্রেনের সংখ্যা বেশি। সাময়িকভাবে বাতিল থাকছে মালদা কলকাতা যাওয়ার জনপ্রিয় ট্রেন গৌড় এক্সপ্রেস। বাতিল করা হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, মালদা এনজিপি যাওয়ার তিস্তা তোর্সা, কামরূপ এক্সপ্রেস। এদিকে একাধিক ট্রেন বাতিল হয়ে যাওয়ার ফলে বিপাকে রেল যাত্রীরা। এদিন মালদা টাউন স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে রেলযাত্রীদের টিকিট ক্যানসেল করার ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। মালদা ডিভিষণের ডিআরএম যতীন্দ্র কুমার জানান, ব্যান্ডেল ও মগরা স্টেশন এলাকায় রেললাইন সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য বেশ কয়েকদিন ব্যাহত হবে রেল পরিষেবা। বন্ধ থাকবে বেশ কিছু ট্রেন।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত