নিজস্ব সংবাদদাতা : শুরুটা মোটেও ভালো হয়নি রবি ফাউলারের দলের। পরপর হার আত্মবিশ্বাস তলানিতে, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার চোটজনিত সমস্যার কারণে বাইরে তবুও ভাস্কোর সবুজ গালিচায় ম্যাচের অধিকাংশ সময়ে দশ জনে খেলে লড়াইটা মনে কেড়ে নিলো লাল হলুদের সমর্থক দের। শেষ অবধি নারায়ণ দাস,স্কট নেভিল,শেহনাজ সিং, মহম্মদ ইরশাদ দের দুর্দমনীয় ডিফেন্স এবং প্রত্যয়ী মনোভাবের জেরে জামসেদপুরকে আটকে দিল ইস্টবেঙ্গল। এদিন দলে বেশ কিছু পরিবর্তন করেন কোচ রবি ফাউলার। দেবজিত মজুমদার, সুরচন্দ্র সিং, ওয়াহেংবাম আঙ্গৌসানা এবং বলবন্তের সিংয়ের পরিবর্তে নামেন যথাক্রমে শঙ্কর রায়, মহম্মদ রফিক, ইউজিনসেন লিংডো এবং জেজে লালপেখলুয়া। তবে আজ ইস্টবেঙ্গলের হয়ে অসাধারণ পারফর্ম করেন মহম্মদ ইরশাদ এবং মহম্মদ রফিক।
শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল জামসেদপুর এফসি।মহম্মদ মোশাবির এবং নেরিলাস ভালস্কিস একাধিকবার লাল-হলুদ ডিফেন্সে কম্পন এনে দিয়েছিলেন। শুরুতেই বড় সুযোগ পায় জামসেদপুর। ছয় মিনিটে একা শঙ্করকে পেয়েও বাইরে মারেন অনিকেত যাদব। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ২৫ মিনিটে।রেফারি রাহুল কুমার গুপ্ত র বির্তকিত সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান ইস্টবেঙ্গলের তারকা ইউজিনসেন লিংডো।এরপর ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছিল জামসেদপুর এফসি। ৩৭ মিনিটে আইতর মনরোয়ের কর্নার থেকে ডিফেন্ডার স্টিভেন এজের হেড লাগে বারে। অন্যদিকে দশজনে হলেও আক্রমণ অব্যাহত রেখেছিল ইস্টবেঙ্গল। অ্যান্থনি পিলকিংটন নিজের দুর্দান্ত স্কিলের প্রদর্শন দেখিয়ে বেশ কয়েকবার আক্রমণে উঠে গিয়েছিলেন। কিন্তু শেষ অবধি গোলশূন্যই থাকে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে কার্যত আক্রমণই করে গিয়েছে জামসেদপুর এফসি। কিন্তু এদিন যেন নিজের চুড়ান্ত ফর্মে ছিলেন তরুণ ডিফেন্ডার মহম্মদ ইরশাদ। নেরিলাস ভালস্কিসের মত তারকা স্ট্রাইকারকে কার্যত একাই বুঝে নিচ্ছিলেন ইরশাদ। বেশ কয়েকবার সুযোগ গড়ে তুললেও গোলমুখ খুলতে পারেনি জামসেদপুর। এদিকে মাঝেমধ্যেই আক্রমণে ওঠার চেষ্টা করলেও খুব একটা সফলতা পায়নি এসসি ইস্টবেঙ্গল।অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান জামসেদপুর এফসির লালডিনলিয়ানা রেন্থথেই, যদিও এইবারেও দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে ফের বির্তক ডানা বেধেছে রেফারির সিদ্ধান্তে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত