মোবাইল অ্যাপ পেতে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন | নিজের এলাকার খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন 9232119011
logo
Breaking News
দুটি ৭০টি তাজা বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা নানুরে | হালিশহর চৌমাথায় আগুনে ভস্মীভূত একাধিক কাঠের দোকান | তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতী হামলা শ্যামনগরে, ক্ষুব্ধ সাংসদ | সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ১৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন | রাজ্যে শিক্ষায় পড়ুয়াদের পথ দেখাচ্ছে অ্যাডামাস | কাঁকিনাড়ায় সয়াবিন, কেক, চিপস তৈরির কারখানায় বিধ্বংসী আগুন | ডাকাতির আগেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বকুলতলা থানার পুলিশ | কাউন্সিলরকে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ ভাটপাড়ায় | খোলামেলা পোশাক পরে কাজ খোয়ালেন আইটেম শিল্পী,,প্রতিবাদে রাস্তায়। | সিজিও কমপ্লেক্সে ইডির ম্যারাথন জেরা, নিয়োগ মামলায় অবশেষে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয় ভদ্র |

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই চাঁচলে মিলল আগ্নেয়াস্ত্র ও কারখানার হদিশ, উদ্ধার বিপুল কার্তুজ সরঞ্জাম

2022-03-30 21:57:11
জেলা সদ্যপ্রাপ্ত সংবাদ স্লাইডার সাম্প্রতিক পোস্ট
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই চাঁচলে মিলল আগ্নেয়াস্ত্র ও কারখানার হদিশ, উদ্ধার বিপুল কার্তুজ সরঞ্জাম

মালদাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে চাঁচলে মিললো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানার হদিস। উদ্ধার ৩৮ টি কার্তুজ ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমান কার্তুজ। ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে,চাঁচল থানার দেবীগঞ্জের বাসিন্দা সন্তোষ কর্মকার বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সন্দেহ ভাজন ভাবে ছিল। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কার্তুজ পাইপগান সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৩৮ কার্তুজ, পাইপগান ও কার্তুজ তৈরির একাধিক ষরঞ্জাম উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে মনে করে হচ্ছে সে কার্তুজগুলি সেখানে তৈরি করে বিক্রি করতো বিভিন্ন জায়গায়। তবে ঘটনার পর বাড়ির সামনে পুলিশ পিকেট রাখা হয়েছে। আর এই নিরে এলাকায় অতঙ্ক ছড়িয়েছে। আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান চাচোল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ধৃত সন্তোষ কর্মকারের ছেলের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা।
ঘটনায় এলাকার বাসিন্দারা জানান, এর আগে এই ধরনের ঘটনা এখানে দেখা যায়নি। আমরা কখনও বুঝতে পারেনি যে তারা এখানে কার্তুজের কারবার চালাচ্ছে।
চাঁচল সদর মহুকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল জানান, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সন্তোষ কর্মকারকে গ্রেফতার করে। তার কাছ থেকে লোহার কিছু জিনিস পাওয়া যায়। যা প্রাথমিক ভাবে মনে হচ্ছে পিস্তলের কার্তুজ। পাশাপাশি কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রামপুরহাটের বগটুই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে বেশ ভালো প্রভাব ফেলতে পারে তা বিলক্ষণ বুঝতে পেরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি প্রতিটি জেলার পুলিশকে বার্তা দিয়েছেন, হয় সাতদিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র এবং বোমা বাজেয়াপ্ত করতে হবে, নইলে ক্লোজ কিংবা সাসপেন্ডের জন্য তৈরি থাকতে হবে। মুখ্যমন্ত্রীর এই কড়া মনোভাব বুঝে সতর্ক পুলিশও। প্রতিদিনই রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। পুলিশের জালে দুষ্কৃতীরাও ধরা পড়ছে। কিন্তু এবার আর দু’চারটি আগ্নেয়াস্ত্র কিংবা বোমা নয়, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানা উদ্ধার হল চাঁচলের একটি গ্রামে। ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে শুরু করেছে পুলিশ।

Latest tweets

Social Media


About Us

Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.

Owner : DIBYENDU GHOSAL

স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল

Contact: 9232119011

E-mail : kolkatapritime@gmail.com

Address :

Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093

©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Copyright 2019 | All Right Reserved by Kolkata Prime Time Group