শংকর সাহা
চিঠি এই ছোট্ট শব্দটিই একটি সময় ছিল দূরের প্রিয়জনদের কাছে বার্তা পাঠানোর এক সহজ ও জনপ্রিয় মাধ্যম যাকে নিয়ে থাকত কত স্মৃতি ও অনুভবের হাতছানি। কখনো নববর্ষের শুভেচ্ছা জানানো কখনো বা প্রিয়জনদের কাছে কুশল বিনিময় সবেতেই ছিল মাধ্যম হাতের কাছে এই চিঠি লেখা।
কবি সুকান্তের সেই কবিতাটি শুনলে আজও মনে শিহরণ জাগে। “রানার চলেছে খবরের বোঝা হাতে...
কিন্তু আজ সময়ের সাথে সাথে সেইচিত্রটি ক্রমশঃ পাল্টে যাচ্ছে। আজ যেমন রানারের দেখা নেই অন্যদিকে পাড়ায় বা বাড়ির সদর দরজায় সাইকেলের বেল বাজিয়ে হাতে একগুচ্ছ চিঠিপত্র নিয়ে সেভাবে পোস্টম্যানদেরও দেখা যায়না। পোস্ট কার্ডে হাতে লেখা সেই শুভেচ্ছা চিঠিগুলোকে আজ যেন মানুষ ভুলতে বসেছে। চিরন্তন সেই ধারা পোস্টকার্ডের এপিঠ ওপিঠ ভরে ভরে চিঠি লেখা হয়তো এপ্রজন্মের কাছে আর আকর্ষনীয় হয়ে উঠছে না। পোস্ট অফিসে গেলে আজও হয়তো আমাদের নজরে আসে সেই ডাকবাক্স কিন্তু আজ যেন সে ক্রমশঃ গুরুত্বহীন ও শ্রীহীন হয়ে পড়েছে। জীর্ণ ধরা সেই ডাকবাক্স দেখলে মনে হয় সে যেন শুধুই এক ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আজ যেন অবহেলার শিকার হচ্ছে সেই ডাকবাক্স গুলো। আজ গতিশীলতার যুগে পৌঁছে মানুষ চায় প্রতিটি কাজ যেন দ্রুততার সাথে হোক আর তার ফলে মানুষ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে ইলেকট্রনিক মেইলের দ্বারস্থ হয়েছে এতে যেমন সময়ের সাশ্রয় হবে অন্যদিকে প্রয়োজনীয় কাজটি সম্পূর্ণ হবে দ্রুততার সাথে। আর সেগুলোকে আজ মানুষ নিত্যদিনের সঙ্গী করে তুলেছে। তাই আজ উৎসবের দিনগুলিতে সেই মাধ্যম হাতের মুঠোফোন।সংক্ষিপ্ত বার্তা বিনিময়েই চলে শুভেচ্ছা বিনিময়। কিন্তু আমাদের সবকিছুর মাঝেই পুরনো সেই ঐতিহ্য সেই হাতে লেখা পোস্টকার্ড, সেই পোস্ট ম্যানদের বাঁচিয়ে রাখতে হবে আগামী প্রজন্মের জন্যে আর সেই দায় বা দায়িত্ব আমাদের সকলেরই।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত