মালদাঃ সাইবার ক্রাইম প্রতারনায় এবার উত্তর প্রদেশ পুলিশের হাতে ধরা পড়ল হবিবপুর কয়েকজন দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশেরে প্রয়াগরাজ থানা এলাকার এক প্রাক্তন বিচারপতি অ্যাকাউন্ট থেকে ১৬ লাখ ৭৮হাজার টাকা উধাও। তদন্তে নেমে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থানার সাইবার ক্রাইম থানার অফিসার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্বন্ধে যে ফোনের যে সিম ব্যবহার সেই নাম্বরকেই ট্রেস করা শুরু করে। দেখা যায় সিমগুলি মালদার হবিবপুর থানা এলাকায় সক্রিয়। এরপর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পুলিশ মালদার হবিবপুর থানার সঙ্গে যোগাযোগ করে শনিবার রাতেই হবিবপুরের বিভিন্ন এলাকা থেকে চার অভিযুক্তকে আটক করে। শনিবার রাত থেকেই পুলিশি হেফাজতেই চলে জিজ্ঞাসাবাদপর্ব। রবিবার সকালে ধৃতদের মধ্যে থেকে একজনকে ছেড়ে দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ফোনগুলিও। ধৃতরা হল সুজন মণ্ডল, বিশ্বজিৎ বর্মন, আশিস বর্মন। সাইবার ক্রাইম তদন্তকারি অফিসার রাজীব তেওয়ারি বলেন, ধৃতদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ নিয়ে যেতে চেয়ে এবং পরবর্তি জিজ্ঞাসাবাদের জন্য মালদা জেলা আদালতে পেশ করবে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত