নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের ক্ষেত্রে ভোট হওয়া উচিত শান্তিপূর্ণভাবে। সেক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে শুক্রবার ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীজীর স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি সাংবাদিকদের বলেন, আজকের দিনে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি স্মরণ করতে হবে। নির্বাচনে হিংসা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর বলে দাবি করলেন রাজ্যপাল। রাজ্যেকে নিশানা করে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, রাজ্যের আচরণ এমন মনে হচ্ছে, রাজ্যপালের কোনও অধিকার নেই। এতবড় একটা ব্যবস্থাকে পঙ্গু করে দেবার চেষ্টা চলছে। দেশের সংবিধান অনেক বেশি মজবুত। সেই সংবিধান বাঁচাতে যা যা করার প্রথম সেবক হিসেবে সেটাই তিনি করতে বাধ্য। রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করে তার উপস্তিতিতেই রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু নৈরাজ্যপাল বলে কটাক্ষ করলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত