নিজস্ব প্রতিনিধি: কলকাতার প্রাচীন সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান Hindu Satkar Samity র বার্ষিক সাধারণ সভা আজ সমিতির ভবনে অনুষ্ঠিত হল। নতুন পরিচালন কমিটি তৈরি হয়েছে। সভাপতি - শম্ভুনাথ গাঙ্গুলী, সহ- সভাপতি - অনুপ দাঁ, সঞ্জয় দুগার, আশিষ দাস। সাধারণ সম্পাদক - সন্দীপ কুমার মুখার্জি। যৌথ সম্পাদক - অলোক দে, অঞ্জন ব্যানার্জী। সহঃ সম্পাদক - মৃত্যুঞ্জয় রায়, অনন্ত সিংহ রায়। হিসাব রক্ষক - সব্যসাচী ঘোষ, এবং উল্লেখযোগ্য কমিটির সদস্য- রাজীব শঙ্কর বিদ, সঞ্জয় রায়, অপূর্ব মন্ডল, সুজয় রায়, চন্দন ঘোষ, হিজল চ্যাটার্জি, অজয় পাল প্রমুখ। এর সঙ্গে হিন্দু সতকার সমিতির অছি পরিষদের নির্বাচন হয়, কাঞ্চন কুমার রায়চৌধুরী, অনিল বরন তিওয়ারী, সন্দীপ কুমার মুখার্জি, সব্যসাচী ঘোষ এদের সঙ্গে রাজীব শঙ্কর বীদ, সঞ্জয় রায় ও শম্ভু নাথ গাঙ্গুলী নতুন অছি পরিষদের সদস্য 05 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, হিন্দু সতকার সমিতি ছাড়াও ও ভূতনাথ মন্দিরের পরিচালন ব্যবস্থার দায়িত্ব এদের ওপর হাউস থেকে দেওয়া হলো।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত