নিজস্ব প্রতিবেদন: ভারতের সবচেয়ে বড় নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলোর অন্যতম, আই আই এফ এল ফাইন্যান্স, পশ্চিমবঙ্গে ‘গোল্ড লোন মেলা’ লঞ্চ করেছে। সমস্ত নতুন ক্রেতা ১০,০০০ টাকা বা তার বেশি গোল্ড লোনে পাবেন নিশ্চিত উপহার।
এই প্রকল্পে এ ছাড়াও আছে মাসে ১% থেকে শুরু আকর্ষণীয় সুদের হার, মাত্র ৫ মিনিটে ঋণ দেওয়ার প্রক্রিয়া মিটিয়ে ফেলার দায়বদ্ধতা, সোনার সর্বোচ্চ ঋণ মূল্য এবং সহজ ডিজিটাল পেমেন্টের সুবিধা। এই অফার সারা পশ্চিমবঙ্গের ১৩৩টা আই আই এফ এল গোল্ড লোন শাখায় পাওয়া যাচ্ছে।
‘নিউ ইয়ার ২০২১ গোল্ড লোন মেলা’-র লঞ্চ উপলক্ষে শ্রী নীলয় ঘোষ, ইস্ট জোনাল হেড, আই আই এফ এল ফাইন্যান্স, বলেন: “আমরা বিশ্বাস করি যে নতুন ভারত কেবল বড় স্বপ্নই দেখে না, স্বপ্নগুলো নিজের জোরেই পূরণ করতেও চায়। তাদের যাত্রায় বিশ্বাসযোগ্য সঙ্গী হতে পেরে আই আই এফ এল ফাইন্যান্স গর্বিত। এই নিউ ইয়ার ২০২১ আই আই এফ এল গোল্ড লোন মেলা তাদের স্বপ্নপূরণের একটা পথ। নিশ্চিত উপহার ও ছাড়সহ সোনার উপর ঋণের মাধ্যমে তৎক্ষণাৎ নগদ টাকা এই স্বপ্নপূরণে সাহায্য করবে। আমাদের নতুন ক্রেতারা এই মেলাটা খুব পছন্দ করছেন।”
আই আই এফ এল ফাইন্যান্স ভারতের সবচেয়ে দ্রুত বেড়ে চলা এবং খুচরো বাজারে সবচেয়ে বেশি জোর দেওয়া ফাইন্যান্স কোম্পানিগুলোর অন্যতম। এই মুহূর্তে ৪০, ০০০ কোটি টাকার বেশি সম্পত্তি এই কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে এবং ২৫০০ জায়গায় এই কোম্পানির উপস্থিতি। এমনকি লকডাউনের সময়েও আই আই এফ এল ফাইন্যান্সের গ্রাহক সম্প্রদায় এবং ব্যবসা উল্লেখযোগ্যভাবে বেড়েছে গ্রাহকদের সাথে #SeedhiBaat-এর জন্য এবং তুলনামূলকভাবে কম মূল্যে আর কোন লুকনো চার্জ ছাড়াই ঋণ দেওয়ার কারণে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত