মালদাঃ ৮ মার্চ বিশ্ব মহিলা দিবস। এই উপলক্ষে মালদা নেহেরু যুব কেন্দ্র ও ইউনিশেফের যৌথ উদ্যোগে মালদহের বামনগোলা ব্লকের ডাকাত পুকুর ডিএসএস ক্লাব ও নবামী গঙ্গের সহযোগিতায় আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হলো। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করেন গ্রামবাসীরা। অনুষ্ঠানে মহিলাদের বিশেষভাবে সম্মান দেওয়া হয়। মহিলাদের নাচ, গান, বল পাস, সুচে সুতাে পড়ানো, আলপনা আঁকা, শাড়ি ভাঁজ করা, হারি ভাঙা, শঙ্খধ্বনি-সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয় । সর্বশেষে সকলকে পুরস্কৃতও করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজকর্মী শিবানী মাহাতো, জামতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরী বর্মন এবং ক্লাবের সদস্যরা।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত