বাঁকুড়াঃ করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ক্রমবর্ধমান। করোনার গ্রাসে প্রতিদিন অসংখ্য সহ নাগরীক মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। সরকারী-বেসরকারী উদ্যোগে চলছে করোনা জয়ের নানান উদ্যোগ। এরই মাঝে সব কটি রাজনৈতিক দলের নেতা কর্মী, আপামর জনসাধারণ সকলের মঙ্গলকামনায় বাঁকুড়া শহর সংলগ্ন পাতাকোলা কালী মন্দিরে হোম-যজ্ঞ ও পুজো দিলেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।
পরে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস সহ সব কটি রাজনৈতিক দলের সদস্যরা সুস্থ ও শান্তিতে থাকুন, মায়ের কাছে এই প্রার্থণাই জানালাম। একই সঙ্গে খুব তাড়াতাড়ি এই মহিমারীর প্রকোপ থেকে সারা বিশ্ব মুক্তি পাবে বলেও তাঁর বিশ্বাস রয়েছে বলে তিনি জানান।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত