নিজস্ব প্রতিনিধি: সংগীত জগতের এক অন্যতম মাইলস্টোন কুমার শানু। তাঁর গানে আট থেকে আশি এখনও কোমর দোলান। এবার অন্য ভূমিকায় দেখা যাবে কুমার শানুকে। ২০২২ -এর জানুয়ারি থেকে ১ বছরের মেয়াদের জন্য 'স্ন্যাক্স বি' চা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।
চলতি মাসের ২৩ তারিখ তার ফটোশুট হল। সেইসঙ্গে স্ন্যাক্স বি'র কর্ণধার নবারুণ গুপ্ত এবং কৃশনেন্দু গুপ্তের উপস্থিতিতে কুমার শানু স্বয়ং স্ন্যাক্স বি-র টি টেস্টিং রুমে গিয়ে প্রায় ১৫ রকমের চা চেখে দেখেন।
কুমার শানু বলেন, আমি নিজেও চা খেতে প্রচণ্ড ভালোবাসি। তাই প্রথমবার কোনও চা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে খুব খুশি।' তিনি আরও বলেন, 'এই কোম্পানির গ্রিন টি অনেক স্ট্রং। কারণ খেতে খুব তোতো লাগল। যা এই করোনাকালে যথেষ্ট উপকারী।'
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত