অঞ্জনা সরকার: মঙ্গলবার দুপুরেই অক্সিজেনের মাত্রা নেমে যাওয়ায় তড়িঘড়ি করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে খবর, প্রতি ঘন্টায় তাঁকে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। রক্তে অক্সিজেনের মাত্রা পৌঁছেছে ৯০ শতাংশেরও বেশি। তবে তাঁর ফুসফুসে বেশ কিছু সমস্যা আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে প্যানিক অ্যাটাক নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। সোমবারই করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে ছিলেন তিনি। এদিকে সোমবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু একদিকে স্বামীর অসুস্থতার চিন্তা, অন্যদিকে তাঁর দুর্বল শরীরের কথা ভেবে পাম এভিনিউয়ের বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছিলেন মীরা দেবী। তাই ওই একই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুদ্ধবাবুর কাছাকাছি কেবিনেই রাখা হয় মীরা দেবীকে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে মীরা ভট্টাচার্য কে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত