বাঁকুড়াঃ মাত্র ন'মাসের শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। মৃতদের নাম সীমা রুইদাস (২৫) ও নেহা রুইদাস (৯মাস)। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-মশাগ্রাম রেলপথের সোনামুখীর রামপুর তেঁতুলতলা ফটকের কাছে। জোড়া মৃত্যুর ঘটনায় এদিন ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে খবর, এদিন সকালে মা সীমা রুইদাস নিজের ন'মাসের শিশু কন্যাকে নিয়ে সোনামুখীর কোচডিহি রুইদাস পাড়ার থেকে বেরিয়ে যায়। পরে তারা বাঁকুড়া-মশাগ্রাম রেল পথের রামপুর তেঁতুলতলা ফটকের কাছে এসে মেয়েকে কোলে নিয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। পরিবারের তরফে দাবি, সীমা রুইদাস দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভূগছিলেন। আর সেকারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও রেল পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত