প্রতিবেদন: দুই সন্তান-সহ বধূর মৃত্যুর পিছনে দ্বিতীয় স্বামীর হাত রয়েছে বলে মৃতার পরিবারের অভিযোগ। শনিবার দক্ষিণ ২৪ পরগণার আকড়া কৃষ্ণনগর পূর্বপাড়ায় ঘরে আগুন লাগে। বাঁশ-টালির ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনায় মৃত্যু হয়েছে বছর চল্লিশের সোমা মণ্ডলের সঙ্গে তাঁর দুই সন্তান রাহুল ও সাহেবের। দ্বিতীয় পক্ষের স্বামী প্রভাস মণ্ডলকেই দায়ী করা হয়েছে এই ঘটনার জন্য। মৃতার প্রথম পক্ষের স্বামী টোটোন মণ্ডলের মৃত্যুর পর প্রভাসের সঙ্গে বিয়ে হয় সোমাদেবির। অভিযোগ, লকডাউনের পর থেকেই প্রভাসের চরিত্রে বদল আসে। প্রায়ই সোমাদেবিকে মারধর করত প্রভাস। তবে আগুন লাগার ঘটনার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল না বাইরে থেকে, তা ফরেন্সিক তদন্তের পরই জানা যাবে। ঘটনাস্থলে দক্ষিণ ২৪ পরগণার এসপি গেলে মৃতা সোমাদেবির বাপের বাড়ির পরিবার প্রভাসকেই দায়ী করেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত