নিজস্ব প্রতিবেদন: বি . এম ফাইনআর্ট এবং কালচারের উদ্যোগে আই.সি.সি.আর (ICCR) - এ 'নন্দলাল বোস' প্রদর্শনী কক্ষে ৩দিন ব্যাপী একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ১১০জন শিল্পী ও ২৫০টি চিত্র এবং আলোকচিত্র প্রদর্শিত করা হয়েছে । ১০'ই মার্চ বিকেল ৫টায় উদ্বোধন হয় এই প্রদর্শনী অনুষ্ঠানের ।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অখিল চন্দ্র দাস (অধ্যাপক, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা ),শ্রী মুক্তিনাথ মন্ডল (অধ্যাপক, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রফট, কলকাতা), শ্রী পৃথ্বীরাজ সেন (বিশ্ব খ্যাত লেখক, গীনিস বুক অফ রেকর্ড প্রাপ্ত লেখক ),তন্ময় বিশ্বাস ( বিখ্যাত গায়ক,জি বাংলা ' সা-রে-গা-মা-পা '), শ্রী শোভন কামিলা (অভিনেতা ও ভয়েস ওভার শিল্পী )
২য় দিনে বঙ্গ সংস্কৃতি গৌরব সম্মান ২০২১ এর সূচনা হল, বহুবিধ গুনিজন দের সম্মান জানানো হয় । ১২ই মার্চ অর্থাৎ অন্তিম দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রবির কৃষ্ণ দেব মহাশয় এবং তাদের উপস্থিতি তেই সম্মানিত করা হয় অংশগ্রহণকারী চিত্রশল্পীদের । সংস্থার কর্নধার শ্রী বিষ্ণু মাইতি জানিয়েছেন এখান থেকে সেরা ৫টি চিত্রশিল্প বিদেশের বুকে পাড়ি দেবে এবং এখানে বিক্রি হওয়া, চিত্র মূল্যের কিছুটা অংশ দুস্থ্য অসহায় মানুষের সহয়তায় প্রদান করা হবে । এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সবুজয়নের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সবুজায়নের লক্ষ্যে প্রত্যেকেই চারা গাছ বিতরন করা হয়েছে । এই সমগ্র অনুষ্ঠানটির মনমুগ্ধকর সঞ্চালনার ভূমিকায় ছিলেন - চিত্রশিল্পী অনির্বাণ পাল এবং ডালিয়া ভট্টাচার্য ।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত