মালদাঃ টাকা চুরি করে পালানোর সময় ভাইপোকে ধরে ফেলে কাকা। আর এর জেরে লাঠিপেটা করে কাকাকে খুন করলো ভাইপো। গুণধর অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মাধ্যেই তার বাবার ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি করত। আর এই চুরি হাতে নাতে ধরে ভাইপোর হাতে প্রাণ গেলো কাকার। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম মহম্মদ তোজি(৫৫)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। রাত থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জহুর আহমেদ পেশায় রেশন ডিলার।জহুরের দ্বিতীয় পক্ষের ছেলে সেকেল আলী বহুদিন থেকে নেশাগ্রস্ত। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেকেল ব্রাউন সুগার-সহ বিভিন্ন নেশায় আসক্ত। এর জেরে সে রেশন ডিলার বাবার ক্যাশ বাক্স ভেঙে বহুবার টাকা চুরি করেছে। ধরাও পড়েছে বহুবার। প্রায় দেড় মাস আগে পুনরায় সে বাবার রেশন দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করে এবং সেই টাকা চুরির ঘটনা চোখে পড়ে কাকার। এই ঘটনার পরই সেকেলের বাবার সামনে তার কাকা মোহাম্মদ তোজি ভাইপোকে শাসন করে। ঘটনার দেড় মাস পরে বুধবার রাত আটটা নাগাদ
কাকা তোজি মহেন্দ্রপুর পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানের কাছে একটি ভুটভুটিতে বসে চা পান করছিলেন। সেই সময় ভাইপো সেকেলে আলী পিছন থেকে বাঁশ নিয়ে কাকাকে আক্রমণ করে। বাঁশ দিয়ে বেধড়ক পেটায় কাকাকে। ঘটনাস্থলেই জ্ঞান হারায় রক্তাক্ত কাকা তোজি। গ্রামবাসীরা তাকে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি চাঁচল মহাকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ভাইপো সেকেল আলী ও তার পরিবারের সদস্যরা।
জানা গেছে, মোহাম্মদ তোজির তিন মেয়ে এক ছেলে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে এলাকায় মজুরি করে। ছোট মেয়ে সেরজুনি খাতুন বলেন, পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বাবাকে হারিয়ে পথে বসলাম। আমার বাবার খুনীর জন্য উপযুক্ত সাজা হয় এটাই আমাদের দাবি।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ঘটনার অভিযোগ হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন এলাকায়।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত