মালদাঃ নৈশকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। শিশুদের মাঠের প্রতি ঝোঁক ফেরাতেই এই আয়োজন। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ এলাকার মানুষদের মধ্যে। রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের যুগান্তর ক্লাবের পক্ষ থেকে এই নৈশকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অংশগ্রহণ করে ২৫টি দল। লিগ কাম নকআউট পদ্ধতিতে হয় এই টুর্নামেন্ট। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ফ্রিজ। রয়েছে আটটি ফ্যান। এছাড়াও থাকছে ট্রফি এবং আর্থিক পুরস্কার। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ কেডিয়া, যুগান্তর ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় দাস, ক্লাবের সদস্য সুজন দাস, সুমন দাস সহ এবং এলাকার অন্যান্য বিশিষ্টরা। এছাড়াও মাঠে ভিড় জমিয়েছিল প্রচুর ক্রীড়া প্রেমি মানুষ।
মৃত্যুঞ্জয় দাস বলেন, বর্তমান সময়ে শিশুরা প্রচন্ড মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। খেলার মাঠ ফাঁকা থাকছে। তাদের মাঠমুখী করতে এই উদ্যোগ। শিশুরা মাঠে আসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তবে তাদের পূর্ণ মানসিক বিকাশ ঘটবে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত