নিজস্ব প্রতিনিধি: খুব সম্প্রতি দক্ষিণাঞ্চলের বাজার ও বিহারে দুর্দান্ত সফল প্রবর্তনের পর, ভারতে স্যানিটারি প্রোডাক্টের মার্কেট লিডার প্যারিওয়্যার এবার কলকাতায় এর বিশ্বমানের পাইপস ও ফিটিংস রেঞ্জ চালু করার কথা ঘোষণা করল। এর বিশাল প্রডাক্ট রেঞ্জে সামনে এক পদক্ষেপ করে, এই ব্র্যান্ড হয়ে উঠেছে তাদের উপভোক্তাদের সবরকম বাথরুম প্রয়োজনের একটি ওয়ান-স্টপ সলিউশন, অফার করছে উচ্চ-মানের আন্তর্জাতিক পাইপ ও ফিটিং প্রোডাক্ট।
অনুষ্ঠানে ব্র্যান্ড এর পোর্টফোলিও শোকেশ করেছিল যা পরিপূর্ণ বিশ্বমানের পাইপ ও ফিটিংসে যার অন্তর্ভুক্ত CPVC, UPVC ও SWR রেঞ্জ যা দীর্ঘস্থায়িত্ব, গুণমান, নিরাপত্তা ও সহজ-প্রতিস্থাপনযোগ্য প্লাম্বিং ও ড্রেনেজ ব্যবস্থা। পাইপ ও ফিটিংসের সমগ্র রেঞ্জ ডিজাইন করা হয়েছে আধুনিক মেশিনারি ও প্রযুক্তিতে বিশেষভাবে আন্তর্জাতিক গুণমান পূরণ করতে। পাইপ ও ফিটিংস হল লিড-ফ্রি, নন-টক্সিক এবং এমন প্রযুক্তিতে তৈরি যা আজীবন সমস্যাহীন পরিষেবা প্রদান করে।
প্রবর্তন সম্পর্কে বলতে গিয়ে রোকা প্যারিওয়্যার-এর ম্যানেজিং ডিরেক্টর কেই রঙ্গনাথন বলেন, ‘পশ্চিমবঙ্গে আমাদের উচ্চ গুণমানের ‘পাইপস ও ফিটিংস রেঞ্জ’ প্রবর্তনের কথা ঘোষণা করাটা আমাদের খুবই আনন্দ দিচ্ছে। কলকাতায় এতদিন পর্যন্ত আমাদের প্রডাক্ট অফারিঙে আমরা যে সাড়া পেয়েছি সেটা খুবই ইতিবাচক। 1960-এর দশক থেকে ভারতে বাথরুম প্রডাক্টে সবচেয়ে স্বীকৃত ব্র্যান্ড প্যারিওয়্যার পরিচিত শ্রেষ্ঠ গুণমান ও কার্যকারিতায় গ্রাহক-বান্ধব প্রডাক্ট প্রবর্তনের জন্য। ভারতে স্যানিটারিওয়ার মার্কেটে কয়েক দশক ধরে প্যারিওয়্যার ব্র্যান্ডের প্রাধান্য সঠিকভাবেই এই ব্র্যান্ডের এক নম্বর অবস্থান ব্যাখ্যা করে।’
তিনি আরও বলেন, ‘পাইপস ও ফিটিংস’-এর সমকালীন রেঞ্জ এই সেগমেন্টে ব্র্যান্ডের বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাবে। দেশব্যাপী লক্ষ লক্ষ গ্রাহক ও প্লাম্বিং টেকনিশিয়ানের ভালোবাসায় প্যারিওয়্যার পশ্চিমবঙ্গে পাইপ (Cpvc, Upvc, PVC, SWR প্রভৃতি) ও ফিটিংসের সর্বাধুনিক রেঞ্জ উপস্থাপন করতে পেরে গর্বিত। এই প্রডাক্টগুলো আমাদের গ্রাহকদের চাহিদাসম্পন্ন প্রয়োজন মেটাতে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। গুণমান একটি প্রধান ভূমিকা পালন করে, বিশেষ সেইসব প্রডাক্টে যেগুলো যায় দেওয়ালের ভেতরে। আমাদের প্রডাক্ট উচ্চমানের ও আকাঙ্ক্ষিত জল তাপমাত্রা স্তর ও চাপে টিকে থাকে বলে সার্টিফায়েড এবং আমাদের গ্রাহকদের প্রদান করে অত্যন্ত ভালো ফলাফল। আমাদের লক্ষ্য হল আগামী 2-3 বছরে পশ্চিমবঙ্গে পাইপস ও ফিটিংসে ন্যূনতম 10 শতাংশ মার্কেট শেয়ার দখল, যেমন আমরা ভারতে দক্ষিণাঞ্চলের বাজারে করতে পেরেছি।’
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত