শুচিস্মিতা ব্যানার্জী: অপেক্ষার অবসান! নতুন বছরের শুরুতেই পিয়াগিও বাজারে নিয়ে এল বহু প্রতিক্ষিত স্কুটার "অ্যাপ্রিলা এসএক্সআর ১৬০"। পশ্চিমবঙ্গে যা মিলবে ১,২৯,৬০২ টাকার বিনিময়ে। অবিশ্বাস্যভাবে ক্রেতারা মাত্র ৫০০০ টাকার বিনিময়ে বুক করতে এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্কুটারটি। অতি উন্নতমানের সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন সম্পন্ন "অ্যাপ্রিলা এসএক্সআর ১৬০" চালকদের এক আরামদায়ক পরিষেবা প্রদান করবে। সাত লিটারের ফুয়েল ট্যাঙ্ক বিশিষ্ট এই স্কুটারটিতে শুধু চালকই নন, তার সঙ্গীও সুন্দর কারুকার্য করা বসার আসনে চেপে এক মনোরম ভ্রমণের উপভোগ নিতে পারবেন।
পিয়াগিও-র পেশ করা "অ্যাপ্রিলা এসএক্সআর ১৬০"-তে ডিজিটাল স্পিড ইন্ডিকেটর, আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, টপ স্পিড ডিসেপ্ল, ডিজিটাল ফুয়েল ইন্ডিকেটর রয়েছে। এছাড়াও স্কুটারটিতে থাকছে মোবাইল ডিভাইস ব্যবহার করা সুবিধা, যাতে চালক অনায়াসে কোন আচেনা জায়গা ম্যাপ অনুসরণ করে চলে যেতে
পারেন।
বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হয় "অ্যাপ্রিলা এসএক্সআর ১৬০"। এই স্কুটার সম্পর্কে পিয়াগিও ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মি: ডিয়াগো গ্রাফি জানান, "ভারতবর্ষের দু চাকার প্রিমিয়াম বাজারে পিয়াগিওর অ্যাপ্রিলা এসএক্সআর এক বৈচিত্র্যপূর্ণ পদক্ষেপ। পিয়াগিও বিশ্বাস করে অ্যাপ্রিলা এসএক্সআর-এর অভিনব প্রযুক্তি ও আরামদায়ক পরিষেবা মানুষের মধ্যে জনপ্রিয়তার নিরিখে খুব শীঘ্রই শীর্ষে পৌছাবে।"
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত