নিজস্ব প্রতিনিধি: প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশন, প্লাস্টিকস-এর সঙ্গে সংযুক্ত সকল প্রধান প্রতিষ্ঠান, সংগঠন এবং সংস্থার শীর্ষ কার্যকর্তা সমিতি, এ শহরে আয়োজিত তাঁদের এক অনুষ্ঠানে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩, নয়া দিল্লির নতুন করে সেজে ওঠা প্রগতি ময়দানে প্লাস্টইন্ডিয়া ২০২৩, একাদশতম আন্তর্জাতিক প্লাস্টিকস্ প্রদর্শনী, সম্মেলন ও অধিবেশন-এর কথা ঘোষণা করলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ দপ্তরের সচিব তথা চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর ডব্লুবিআইডিসি শ্রীমতী বন্দনা যাদব, আইএএস; পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের কমশনার অফ কমার্শিয়াল ট্যাক্সেস, জনাব খালিদ আজিজ আনোয়ার, আইএএস; চেয়ারম্যান, এনএবি - প্লাস্টইন্ডিয়া ২০২৩ শ্রী অশোক গোয়েল; প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট শ্রী জিগীশ দোশি; প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন - এনইসি-র চেয়ারম্যান শ্রী অজয় শাহ প্রমুখ।
এই প্রসঙ্গে প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট শ্রী জীগীশ দোশি বলেন, ‘‘প্লাস্টইন্ডিয়ার এই প্রদর্শনী শৃঙ্খল যা প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের ছত্রছায়ায় অনুষ্ঠিত হতে চলেছে, লগ্নিকারী এবং উদ্যোগপতিদের নিজেদের অস্তিত্বর প্রসারের ক্রমবর্ধমান সুযোগ দেবে। প্লাস্টিক উৎপাদনকারী, প্রোসেসর এবং ব্যবহারকারীদের এটি শুধু একত্রিতই করবে না, ভারতীয় এবং আন্তর্জাতিক প্লাস্টিক ভ্রাতৃত্বকে আরও গভীরভাবে কাছাকান্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল - প্লাস্টইন্ডিয়া ২০২৩-এর চেয়ারম্যান শ্রী অজয় শা বললেন, ‘‘বাংলায় প্লাস্টিক শিল্প-র অভূতপূর্ব উন্নতি এর দুর্দান্ত সম্ভাবনার ইঙ্গিত দেয়। প্লাস্ট ইন্ডিয়া ২০২৩ এ রাজ্যের প্লাস্টিক উৎপাদনকারীদের এক আন্তর্জাতিক অভিজ্ঞতার মুখোমুখি করবে এবং আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের স্বাদ নেওয়ার সুযোগ করে দেবে। পুরো স্পেস বিক্রি হয়ে গেছে আর প্রস্তুতি এখন তুঙ্গে। আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং শিল্পের সঙ্গে একযোগে কাজ করে চলেছি যাতে প্লাস্টিকের উন্নতি করা যায়। উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক প্রগতিকে সামনে রাখা যাতে সম্ভব হয়।’’ছি এনে দেবে।’’
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত