নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর : উত্তরবঙ্গের রাজবংশীরা দীর্ঘদিন ধরে অধিকার ও উন্নয়নের আন্দোলন করেছেন। একাধিক বার উঠেছে পৃথক রাজ্য ও রাজবংশীদের মাতৃভাষা স্বীকৃতি সহ আরও কয়েকটি দাবি নিয়ে। তবে পৃথক রাজ্যের নাম ও ভাষা নিয়ে সংগঠনগুলির মধ্যে চলছিল টানাপোড়েন। গ্রেটার নেতা বংশীবদন বর্মন এর প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী কে বোঝতে সক্ষম হয়েছেন যে রাজবংশী ও কামতাপুরী ভাষা একটাই ভাষা। তাই উত্তর কন্যার প্রশাসনিক বৈঠকের প্রথম দিনের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রাজবংশী ও কামতাপুরী ভাষা একক। গ্রেটার নেতা বংশীবদনের দীর্ঘদিনের দাবিগুলির মধ্যে বেশ কয়েকটি দাবি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে গত দুদিনে শিলিগুড়ির ‘উত্তরকন্যায়’ প্রশাসনিক বৈঠকের শুরুতে রাজবংশী ভাষা অ্যাকাডেমীর জন্য ৫ কোটি, পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের জন্য ১০ কোটি টাকার ঘোষনা করে। এরপরই কোচবিহার রাজপরিবারের কুলদেবতা মদনমোহন মন্দিরের রাজপুরহিত ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে পুরহিত ভাতার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দু'দিনে মোট ২৯১ জন প্রাক্তন কেএলও, লিংকম্যানদের হোমগার্ডের চাকরির ঘোষণা করেন। কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পুনরায় মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামেই করা হয়। দিনহাটার গোসানিমারিতে কান্তেশ্বরী মন্দিরের সংস্কারের পর এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাথাভাঙার খলিশামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সূচনাও এদিন উত্তর কন্যা থেকে করা হয়েছে।
রাজবংশী ভাষায় চতুর্থ শ্রেনী পর্যন্ত পঠন পাঠনের জন্য ২০০টি প্রাথমিক স্কুল রয়েছে যা সরকারি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্রটি পাঠায় গ্রেটার নেতা বংশীবদন বর্মণ । মুখ্যমন্ত্রী ওই স্কুল গুলো ক্ষতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে মুখ্য সচিবকে নির্দেশ দেন এবং পঠন পাঠন চালু করার জন্য দ্রুত শিক্ষা দফতরের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এছাড়াও বংশীবদন বর্মণের দাবি মেনে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষা ও ভাওইয়া গানের উপড়ে বিশেষ ক্লাস চালু করার জন্য উপাচার্যকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এত কিছু ঘোষনা হওয়ার পর গোটা উত্তরবঙ্গের রাজবংশীদের মনে খুশির জোয়ার বইছে। উত্তর দিনাজপুর জেলার করনদিঘী রাজবংশী গাভুর সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজন গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে অসংখ্য অভিনন্দন ও শুভকামনা জানান, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজবংশী সমাজের মানুষজন।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত