কাজী আমীরুল ইসলাম: রাজ্যে শিল্প সম্মেলন চলছে। দেশি-বিদেশি শিল্পপতিরা বাংলায় লগ্নিতে আগ্রহী। আর তার মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা তথা দেশের এক বৃহৎ শিল্প এবং অন্যরকম কর্মস্থানের জায়গা দেউচায় রাজ্যের বিরোধিতায় সামিল হন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, দেউচা-পাচামির আন্দোলনকারীদের পূর্ন সমর্থন করছি। এখানকার আন্দোলনকারীরা কোনও রাজনৈতিক ব্যানারে নয় নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করছেন। তিনি আরও বলেন, দেউচা-পাচামির ভূমি রক্ষা আন্দোলনকারীদের আমরা সমর্থন করি। এদিন তিনি গ্রামবাসীদের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান। শুভেন্দু রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে বার্তা দেন, আগামিদিনে দেউ-পাচামির মানুষের স্বার্থে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে শুভেন্দুর বক্তব্য, দেউচায় রাজ্যের সরার ২০০৬ সালের কেন্দ্রীয় ভূমি সংক্রান্ত ট্রাইবাল আইনকে অমান্য করে জোর করে উচ্ছেদের নোটিশ জারি করেছে। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবৈধ এবং জোর করে উচ্ছেদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে। এদিন দেউচায় শুভেন্দুর সঙ্গে ছিলেন ১১ জনের পরিষদীয় প্রতিনিধি দল।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত