নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ পুলিসের সাহায্যে টাটা স্টিলের আধিকারিকরা সম্প্রতি হাওড়া জেলার দুটো আলাদা আলাদা উৎপাদন ইউনিটে হানা দেন। ওই ইউনিটগুলোতে টাটা ব্র্যান্ড নেমের অবৈধ ব্যবহার করা হচ্ছিল এবং বেআইনিভাবে টাটার নকল প্রোডাক্ট উৎপাদন এবং বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।
প্রোডাক্টগুলো রেজিস্টার্ড ট্রেডমার্ক ‘টাটা’ ব্যবহার করে তৈরি করা হচ্ছিল এবং বিক্রি করা হচ্ছিল অন্যরকম প্যাকেজিংসহ, যাতে ক্রেতাদের কাছে ওই প্রোডাক্টগুলো টাটা প্রোডাক্ট বলে চালিয়ে তাঁদের ঠকানো যায়।
এই অনৈতিক কার্যকলাপ সম্পর্কে খবর পেয়ে মার্চ ১৪, ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পুলিসের সঙ্গে টাটা স্টিল দুটো ইউনিটেই হানা দেয়।
এই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে পাইপ, সকেট, প্যাকেজিং সামগ্রী, লেবেল ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। দুটো দায়ী গোষ্ঠীর বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধি ১৮৬০-এর ৪১৯, ৪২০, ৪৬৯, ৪৭২, ৪৮৩ ও ১২০বি নম্বর ধারা এবং কপিরাইট আইন ১৯৫৭-র ৬৩, ৬৫, ৬৮ নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। চারজন অভিযুক্তকে বেআইনি কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
টাটা স্টিলের প্রোডাক্টগুলোর গুণমানের কারণে ক্রেতাদের মধ্যে দারুণ সুনাম রয়েছে। টাটা স্টিলের আসল প্রোডাক্ট নয় এমন প্রোডাক্টের গায়ে টাটার নামের এইরকম অননুমোদিত ব্যবহার টাটা স্টিলের পরিচিতির ক্ষতি করেছে।
পূর্ব অনুমতি ছাড়া টাটা স্টিল ও টাটা সন্সের ট্রেডমার্ক ও লোগোর অপব্যবহারের তীব্র নিন্দা করে টাটা স্টিল। ব্র্যান্ডের পরিচিতি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং বৃদ্ধি করতে টাটা স্টিলের ব্র্যান্ড সুরক্ষা টিম ক্রমাগত সেইসব সংস্থার উপর নজর রাখে এবং ব্যবস্থা নেয়, যারা ব্র্যান্ডের ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকারে হস্তক্ষেপ করে। এর মধ্যে জাল প্রোডাক্ট উৎপাদনকারীরাও রয়েছে।
টাটা স্টিল এই ধরনের বেআইনি কার্যকলাপের উপর নজর রাখা এবং ব্যবস্থা নেওয়ার কাজ চালিয়ে যাবে। এইসব কার্যকলাপ ব্র্যান্ডের সম্পদের উপর এবং বৃহত্তর ক্রেতা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত