প্রতিবেদন : মোহনবাগান সংলগ্ন এলাকা থেকে সাতসকালেই এক অজ্ঞাত পরিচিতের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মোহনবাগানের পাশে ফাঁকা মাঠের মতো জায়গায় একটি গাছের ডালের সঙ্গে ঝুলতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। পরে তারাই পুলিশে খবর দিলে ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃতদেহের পরনে ছিল একটি টুপি, শার্ট ও প্যান্ট। একইসঙ্গে ১০০টাকা সহ একটি মানিব্যাগও উদ্ধার করা হয়। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।
অন্যদিকে বৃহস্পতিবারই সল্টলেকের সিএফ ব্লকের বাড়ি থেকে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির উদ্ধার করে পুলিশ। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন। সকালে পরিচারিকা কাজে এসে বহু ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় তিনি আশপাশের মানুষদের বিষয়টি জানান। পরে খবর যায় বিধাননগর উত্তর থানায়। পুলিশ এসে ঘরে ঢুকতেই তাঁকে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। মৃতের নাম পূর্নেন্দু মণ্ডল। তিনি সিএফ ব্লকের ওই বাড়িটির নিচের তলাতেই থাকতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত