মালদা: জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচে আধার সেন্টারের লাইনে ঠেলাঠেলি। মহিলা-পুরুষের একই লাইন। যার জেরে সম্মান হানির অভিযোগ গ্রাহকদের। মালদা জেলা প্রশাসন ভবনের পাশে গ্রামোন্নয়ন ভবনের নিচে সকাল থেকেই আধার সেন্টার লাইনে গ্রাহকরা সকাল থেকেই ভিড় জমায়। একই লাইনে দাঁড় করানো হয় ছেলে মেয়েদের। মাঝেমধ্যেই ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে একে অপরের গায়ে ঠাসাঠাসি অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। তীব্র প্রতিবাদ জানান গ্রাহকরা। তাদের দাবি প্রত্যেকের মা বোন আছে। এই লাইনে একে অপরকে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। প্রচন্ড অসম্মানজনক অবস্থা এই আধার পরিষেবার লাইনে। এই ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করেছেন গ্রাহকরা। কারণ কর্তৃপক্ষের নির্দেশে ছেলে মেয়েদের একই লাইনে দাঁড় করানো হয়েছে। মাঝেমধ্যেই ঠেলাঠেলি হয়। এই ঘটনায় সম্মানহানি হচ্ছে গ্রাহকদের মধ্যে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত