নিজস্ব প্রতিনিধি: নাটকের শহর গোবরডাঙা, সেই গোবরডাঙার অন্যতম নাট্যদল গোবরডাঙা নাবিক নাট্যম ১৯৭৭ সাল থেকে নিয়মিত নাট্যচৰ্চা করে চলেছে। গত ১৪, ১৫ এবং ১৬ ই অগাস্ট ২০২২ সুসজ্জিত মঞ্চে তারা মেতে উঠেছিল আজাদী কা অমৃত মহৎসবে। তিন দিনের এই অনুষ্ঠানে ছিলো নানাস্বাদের বৈচিত্রময় সংস্কৃতিক অনুষ্ঠান। গোবরডাঙা নাবিক নাট্যম পরিবেশন করে নাচ, গান ও আবৃত্তির কোলাজ। অবিন দত্তর ভাবনায় অংশগ্রহণ করেন রুমা সাহা, রাখি বিশ্বাস, সুপর্ণা সাধুখাঁ, সুমনা কর্মকার, অনুস্পা অধিকারী, অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার ও শ্রাবনী সাহা। স্বল্প সময়ে শৈল্পিক দক্ষতায় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দর্শকদের মন ছুঁয়ে যায়। তাছাড়াও দেশ মাতৃকাকে শ্রদ্ধা জানাতে চাঁদ পাড়া একটো র সুভাষ চক্রবর্তীর ম্যাজিক উচ্চ প্রশংসিত হয়। তাছাড়া চৈতি সিংহ রায়ের কবিতা, সৌরজ্যোতি অধিকারীর গান, মছলন্দপুর ইমন মাইম সেন্টারের সৃজা ও শ্রেয়ার নাচ, দর্শকদের মোহিত করে। কৌণিক শিল্প চর্চার গান ও আবৃত্তির কোলাজ দর্শক প্রশংসিত হয়। ভবেশ মজুমদারের নির্দেশনায় নৃত্যকল্পনার নৃত্য দর্শকদের মাতিয়ে তোলে স্বাধীনতার অনুভূতিতে। মুকুলিকা পরিবেশন করে শ্রুতি নাটক, অনিমা দাসের একক নাটক এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আকনের গান দর্শকদের হৃদয় স্পর্শ করে, তাছাড়াও একঝাঁক শিল্পী নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন তাঁদের মধ্যে অন্যতম ছিলো দেবাদৃতা ঘোষ, অনু বিশ্বাস, তিয়াসা চৌধুরী, কোয়েল কায়পুত্র, আঁখি বিশ্বাস, দিয়া, নীলাদ্রি, রিঙ্কি,
ঐশী, আরজিৎ, রোহিত, স্নেহা, তন্ময়, শুভজিৎ প্রমুখ। নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা এই অনুষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা করেন, বিশিষ্ট অভিনেতা প্রদীপ কুমার সাহা বলেন জাতীয়তা বাদের প্রসার ঘটাতে আমাদের এই প্রয়াস। বিশিষ্ট সমাজসেবক বাসুদেব কুন্ডু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৫ ই অগাস্ট জাতীয় পতাকা উত্তোলন করেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি। তিন দিনের সমগ্র অনুষ্ঠানটি গানে, কথায়, গল্পে পরিচালনা করেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্দেশক জীবন অধিকারী। তার নান্দনিক সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে মনোরম ও মনোগ্রাহী।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত