মালদাঃ-ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর মালদার মহাদিপুরে ভিন রাজ্য থেকে আসা ভিন্ন ট্রাক ড্রাইভার ও খালাসিদের টিকাকরণ কর্মসূচি। কর্মসূচির দ্বিতীয় দিনে প্রায় ৫০০ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। গত দুইদিন ধরে চলা এই কর্মসূচিতে এর আগেও বহু মানুষকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হয়েছিল।
মালদা জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এমত পরিস্থিতিতে রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করলেও, মালদার মহাদিপুর সীমান্তে প্রতিদিন প্রচুর পণ্যবাহী ট্রাক বাংলাদেশ যাতায়াত করছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্য নিয়ে এই সীমান্তে ট্রাক ড্রাইভার এবং খালাসির হাজির হচ্ছেন। সঠিক সময় সীমান্ত পারাপার না করতে পারায়, বহু ক্ষেত্রেই এই সমস্ত ট্রাক ড্রাইভারদের কখনো তিন-চারদিন কখনোবা এর থেকেও বেশি দিন সীমান্তে থাকতে হচ্ছে।
ফলে এই এলাকায় সংক্রমণের সম্ভাবনা প্রবল। এ মতো পরিস্থিতিতে এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হয়, সীমান্তে আশা এই সমস্ত ট্রাকচালক খালাসী এবং ব্যবসায়ীদের করোনার টিকার ব্যবস্থা করতে। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সারা মেলায়, মহাদেবপুর সীমান্তের, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে, স্বাস্থ্য দপ্তরে সহযোগিতায় শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি।
এই কর্মসূচির দ্বিতীয় দিনেও উৎসাহী চালক এবং খালাসিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রাকচালকদের বক্তব্য, এর আগে বহুবার বিভিন্ন জায়গায় চেষ্টা করে তারা এই ভ্যাকসিন নিতে পারেনি। তাই এই সুযোগ পেয়ে তারা খুশি।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত