উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের পল্লীতে ভ্যানচালককে কুপিয়ে খুন ও অটোভ্যান চালকের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নড়াইলের লোহাগড়ায় মিজানুর শরীফ (৬০) নামে এক ভ্যান চালককে কুপিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুককোলা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মফিদুল কাজী (৫৫) ও আশরাফ আলী (৬২) নামে দু’জন আহতও হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শামুককোলা গ্রামে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীম কাজী ও হোসেন কাজীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ দিন ধরেই চলছিল। সোমবার আলীম কাজী গ্রুপের লোকজন ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যায়। এর জেরে মঙ্গলবার দুপুর ১টার দিকে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হোসেন কাজীর লোকজন ভ্যান চালক মিজানুর শরীফের বুকে ধারালো সড়কি দিয়ে কোপ মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, মৃতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠান হযেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে রমাকান্ত মজুমদার (৪৭) নামে অটো ড্রাইভারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
সোমবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে। বাড়িতে তাঁর সুব্রত মজুমদার (১৮) ও দেবব্রত মজুমদার (১৪ নামে দুই ও অঙ্গিতা নামে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সূত্রে খবর, মোবাইলে অন্য মেয়ের সঙ্গে কথা বলায় গত ১৪ মে, শনিবার রমাকান্তের স্ত্রী নীলিমা মজুমদারের বচসা হয়। সোমবার সন্ধের পরে গোয়াল ঘরে গরুর একগাছা দড়ি না দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। পরে বাড়ির অদূরে শুকুর মোল্যার বাড়ির কাছে আম গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম জানান, ময়না তদন্তের জন্য দেহটি নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত