নিজস্ব প্রতিনিধি: ১৯৪০ সালে ইতালিয়ান ব্যবসায়ী এনরিকো পিয়াজিও শুরু করেন গাড়ি তৈরির ব্যবসা। পিয়াজিও গ্রুপ দু'চাকার মোটরবাইক প্রস্তুতকারক সংস্হা ভেসপা ৭৫ বছর সম্পন্ন করল। ১৯৬০ সালে ভারতে পথ চলা শুরু করে ইতালিয়ান গাড়ি প্রস্তুতকারক সংস্হা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভেসপা বিভিন্ন মডেলের দু'চাকার মোটরবাইক বাজারে নিয়ে এসেছে। হলিউড ছবিতে ভেসপা গাড়ির ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল। ৭৫ বছরকে স্মরণ করে ভেসপা আইকনিক ব্র্যান্ডের নস্টালজিক একটি মডেল ভারতীয় বাজারে নিয়ে এল। বৃহষ্পতিবার এক পাঁচতারায় আধুনিক এই মডেলটির উন্মোচন করেন সংস্থার ব্যবসায় প্রধান সুধাংশু আগারওয়াল।
তিনি এদিন জানান, ভেসপা শুধু একটি গাড়ি নয়, লাইফস্টাইলে আইকনিক যা বিশ্বের মর্যাদা অর্জন করেছে। বর্তমানে ১০০ টি দেশে সংস্থার ব্যবসা বিস্তৃত রয়েছে। ভেসপার দু'টি মডেলের ১২৫ ও ১৫০ সিসি আমি তাদের কাছে আকর্ষণীয় হবে বলে আশা প্রকাশ করেন সুধাংশবাবু।
https://t.co/ffgiOExW1h https://t.co/ffgiOExW1h
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
https://t.co/P0QcQzHBTS https://t.co/P0QcQzHBTS
— KOLKATA PRIME TIME (@KolkataTime) January 23, 2020
Kolkata Prime Time আমাদের নিউজ পোর্টাল সর্বশেষ প্রস্তাব ও ব্রেকিং নিউজ হয়.
Owner : DIBYENDU GHOSAL
স্বত্বাধিকারী : দিব্যেন্দু ঘোষাল
Contact: 9232119011
E-mail : kolkatapritime@gmail.com
Address :Kolkata Prime Time, S.P. PALLY, REGENT PARK, KOLKATA- 700093
©️ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত